বাজারে আসবে প্লাস্টিকের গাড়ি
ধাতু নয়, এবার গাড়ি তৈরি হচ্ছে প্লাস্টিক ব্যবহার করে। বিশ্বে প্রথমবারের মতো প্লাস্টিকের গাড়ি আনবে টোকিও ইউনিভার্সিটি।
গাড়িটি প্লাস্টিকের বলে ঠুনকো ভাবার কারণ নেই। বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যবহার করার কারণে বেশ শক্তপোক্ত হবে এর কাঠামো। ছোট ছোট আঘাত সহ্য করার ক্ষমতা থাকবে প্লাস্টিকের গাড়ির।
বিজ্ঞানীদের দাবি, অন্য গাড়ির চেয়ে এ গাড়ির গতিবেগ হবে অনেক বেশি, এতে জ্বালানিও লাগবে কম।
গাড়ির অবকাঠামো প্লাস্টিকের হওয়ায় এর ওজন ধাতু নির্মিত গাড়ির তুলনায় ৪০ শতাংশ কম হবে। স্টাইলিশ এ গাড়িগুলো হবে থ্রি সিটার। ২০২২ সাল থেকে ওই গাড়ি বাজারে আসবে বলে জানা গেছে।
No comments