স্যামসাংয়ের নতুন ফোনে ডিসপ্লের নিচে থাকবে ক্যামেরা!!
খুব শিগগিরই বড় ধরনের চমক দেখাতে যাচ্ছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং। সেটি হতে পারে ফুল স্ক্রিন ডিসপ্লে তৈরির মাধ্যমে। খবর এনডিটিভি।
জানা যায়, ডিসপ্লে উপরের অংশে নচ, পাঞ্চ হোল বা স্লাইডার প্রযুক্তির বদলে ডিসপ্লের নিচে থাকবে ক্যামেরা। এই প্রযুক্তির ফোন আনতে ইতোমধ্যে কাজ শুরু করেছে স্যামসাং।
কোম্পানিটির ডিসপ্লে আরঅ্যান্ডডি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ইয়াং বাইয়ুং ডাক জানান, ক্যামেরা চালু করা হলে একটি হোল দেখা যাবে ফোনের ডিসপ্লেতে। ক্যামেরা চালু না থাকলে ক্যামেরা হোলটি অদৃশ্য হয়ে যাবে। ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতোই আন্ডার ডিসপ্লে ক্যামেরা প্রযুক্তিটি কাজ করবে স্মার্টফোনে।
নতুন এই প্রযুক্তিটি কোন ডিভাইসে দেয়া হবে তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি। তবে ফোনটি বাজারে আসার আগ পর্যন্ত তাই পপআপ ক্যামেরা বা ওয়াটার ড্রপ নচ সমৃদ্ধ ফোনেরই জয়জয়কার চলবে।
No comments