বিয়ের খবর নিশ্চিত করে যা বললেন শ্রাবন্তী
অমৃতসর শহরে পাঞ্জাবী রীতি অনুযায়ী তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বেশ কিছুদিন ধরেই ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তিনি নিজেই কলকাতার আনন্দবাজার পত্রিকাকে তার বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।
গত ১৯ এপ্রিল ভারতের অমৃতসর শহরে পাঞ্জাবী রীতি অনুযায়ী তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নতুন এই দম্পতি কলকাতা ফিরেছেন ২৩ এপ্রিল।
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেছেন, ওকে দু’বছর আগে থেকেই চিনতাম কমন বন্ধুদের মাধ্যমে। শুরুতে কথা হয়নি। একবার বাংলাদেশ থেকে ফেরার পথে বিমানে দেখা হয়। তারপর থেকেই বন্ধুত্ব।
এরপর দুই পরিবারের পরিচয় ও চেনা-জানা থেকে দুই যৌথ সিদ্ধান্ত অনুযায়ী পারিবারিকভাবেই তাদের বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
No comments