Header Ads

ফণী মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড়ের বিষয়ে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের সিনিয়র কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন।
বর্তমানে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবল ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সব সরকারি ও বেসরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, বিধ্বংসী ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগেই উপকূলীয় জেলার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয় যে শেখ হাসিনা সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।
তিনি ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায়ও প্রস্তুত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেখ হাসিনা দুর্যোগটি মোকাবিলায় ইতিমধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পাশাপাশি পুলিশ ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

No comments

Powered by Blogger.